সুনামগঞ্জে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলায় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো : আব্দুর রাজ্জাক এমপি,
উন্নয়ন সহায়তার (ভর্তুকী) আওতায় বিতরন কৃত কম্বাইন হারভেস্টারের মাধ্যমে বোরো ধান দ্রুত কর্তনের লক্ষে, সুনামগঞ্জ জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের যৌথ উদ্যোগে, লক্ষনশ্রী ইউনিয়ন পরিষদের হালুয়ারগাও মাঠে কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো : আব্দুর রাজ্জাক এমপি, বিশেষ অতিথি সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, বাংলাদেশ কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাখায়াত হোসেন সুইট, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, দোয়ারা বাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আশরাফী চৌধুরী বাবু প্রমুখ।