প্রতি বছরের নেয় এ বছরও আদ্য (১৩/০৪/২০২২) আগৈলঝাড়া উপজেলা শাখার সাবেক বি.এন.পির সভাপতি মরহুম আঃ কাদের আকন ও তার সহধর্মিণী মরহুমা জাহানারা কাদের এর রুহের মাগফিরাতের জন্য আকন পরিবারের পক্ষ থেকে তার চাদঁশী বাড়ীতে বসে আনুমানিক ৩ হাজারে ও বেশি প্যাকেট ইফতার সামগ্রী আত্মীয়স্বজন, বন্ধুবান্দব, গরিবদের মাঝে বিতরণ করেছে। ইফতার সামগ্রী বিতরণ করেন আকন পরিবারের পক্ষে শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আকন মোঃ কামরুজ্জামান, অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন তার কাকা আঃ ওহাব আকন এবং তার ভাইয়েরা।