জননেত্রী শেখ হাসিনার গতিশীল রাজনীতিকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা–২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ই এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।
ডোমার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনজুরুল হক চৌধুরী’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদ আহমেদ শান্তু, ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এহতেশামুল হক প্রমূখ।
এর আগে, পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান মন্ত্রী ও পবিত্র গীতা থেকে পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীলিপ কুমার মুখোপাধ্যায়। উপজেলার প্রয়াত আওয়ামী লীগ নেতাদের সম্মানার্থে শোক প্রস্তাবের পর বীর শহীদ ও প্রয়াত আওয়ামী লীগ নেতাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মনছুর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান সরকার বুলু, সাবেক সাধারণ সম্পাদক মনজিলুর রহমান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাফিজুল হক রবি, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ, সাংস্কৃতিক সম্পাদক আরমিন আক্তার জাহান, সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা বলেন, ডোমার উপজেলা আওয়ামী লীগকে স্বাধীনতাবিরোধী পরিবারের হাত থেকে রক্ষা করা হয়েছে। আওয়ামী লীগকে সুসংগঠিত করতে ইউনিয়ন শাখাগুলোকে সক্রিয় করার পরিকল্পনা গ্রহণ করা হবে। অতিদ্রুত প্রত্যেক ইউনিয়নের সম্মেলন করে সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করা হবে। জাতীয় নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের কর্মযজ্ঞ আরও গতিশীল করতে হবে।