গত পৌর নির্বাচনের আগেই ৩ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ। মেয়র শহিদ এই ৩ কোটি টাকা দিয়ে রাস্তার কাজ করেছেন। সামনে আরো ২ কোটি টাকার পানি নিষ্কাশনের বরাদ্দ পেয়েছেন মেয়র শহিদ। এছাড়াও ৩ কোটি টাকার প্রজেক্ট দাখিল করেছেন মেয়র শহিদ। যা স্থানীয় সংসদ সদস্যের নের্তৃত্বে চলমান রয়েছে। পৌর এলাকার ব্রিজ-কালভার্ট কয়েকটি আবেদনে সাংসদ সুপারিশ করেছেন। যা ইঞ্জিনিয়ার দেখভাল করছেন। সামনে পাশ হয়ে যাবে জানিয়ে নিশ্চিত করেন মেয়র শহিদ। অন্যদিকে পৌরবাসীর উন্নয়নে কোটি কোটি টাকার বরাদ্দের কাজ আসলেও সেই কাজ গুলো চোখে দেখতে পাচ্ছেন না পৌরবাসী। অথচ পৌরসভার উন্নয়নে আশা কোটি কোটি টাকার বরাদ্দের কথা শুনলে গাঁ মাথা ঘুরে দিশেহারা হয়ে পড়ছেন পৌরবাসী। সম্প্রতি,আলোচিত স্থানীয় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক সমকাল ও ডিবিসি নিউজ টেলিভিশন চ্যানেল। মঙ্গলবার (১২ এপ্রিল) অখ্যাত একটি ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি সেসব সংবাদকে মিথ্যা, বানোয়াট দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন। লাইভ চলাকালীন সময়ে তিনি তার পৌরসভার কি কি উন্নয়ন করেছেন সাংসদ আয়েন উদ্দিন এমপি নেতৃত্বে সেসব কথা তুলে ধরেন।
লাইভে এসে মেয়র শহিদুজ্জামান শহিদ তার পৌরসভা নিয়ে যে-সব তথ্য তুলে ধরেছেন তা ভিডিও বার্তায় জেনে স্থানীয় জনগণ অনেকটা খুশি হয়েছেন। তবে লক্ষ্য করা গেছে যে খুশির চেয়ে বেশি জনগন দুঃখই পেয়েছেন। স্থানীয় জনগণের অনেকেই (নাম প্রকাশ না করার শর্তে) বলেন, মেয়র শহিদুজ্জামান শহিদ কেশরহাট পৌরসভার অনেক উন্নয়ন করেছেন। তিনি একটি রাস্তাকে বারবার দেখিয়ে বরাদ্দ এনে নিজেই খেয়েছেন। আবার সেই বরাদ্দ আনতে বাজেটের অর্ধেকই ঘুষের খাতায় দেখিয়েছেন। বাকি অর্ধেক দিয়ে তিনি নিজের পছন্দের ঠিকাদার দিয়ে একই রাস্তা বারবার করেছেন। তবুও ১ টি রাস্তাও এখনো চলাচলের উপযোগী করতে পারেননি তিনি। স্থানীয়দের মন্তব্যের অনুসন্ধানে দেখা যায়, পৌর এলাকার প্রতিটি রাস্তায় ভাঙ্গাচোরা জরাজীর্ণ হয়ে পড়েছে। এসব রাস্তাগুলো বছরে দুবার করে সংস্কারকাজ করা হলেও তা নাম মাত্রই পাকা রাস্তা।
এলাকাবাসীর ক্ষোভ, ঠিকাদার নাম মাত্র রাস্তা তৈরির যে কাজ করেন তা মুরগীর ঠোকে উঠে যায়। যখনই স্থানীয়রা ভালো কাজ করার দাবি করেন তখনই তারা কাজ বন্ধ করে চলে যায়। কিছুদিন পরে আবার এসে নিম্নমানের কাজ শুরু করে। এভাবেই বছরের পর বছর চলে যায় কিন্তু রাস্তার কাজ আর সম্পুর্ন হয়না। এটাকে চরম দুর্নীতি বলে দাবি করেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করে এসবের অনুসন্ধান করা হোক। তাহলেই মেয়র শহিদের উন্নয়নের আসল রুপ বেরিয়ে আসবে। দুর্নিতীবাজ মেয়রের মুখোশ উন্মোচন করার দাবি জানান তারা।
উল্লেখ্য, স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় এমপির অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছান। আবার কোন কোন আইডি থেকে অনবরত প্রতিবেদককে ও ভুক্তভোগীদের নানানভাবে হিমকি ধুমকি দিয়ে যাচ্ছেন। যা একেবারে আইসিটি আইন পরিপন্থী। কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ সব অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল এমপি ও আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।