নীলফামারীর ডোমার থানার অন্তর্গত চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র বার্ষিক পরিদর্শন করেছেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।
সোমবার (১১ই এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ডোমার উপজেলার চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের বার্ষিক পরিদর্শনে এসে সার্বিক পরিস্থিতি ও কার্যক্রম পরিদর্শন করেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান তদন্ত কেন্দ্রের ইনচার্জ।
পরে, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল পুলিশ সুপারকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এরপর পুলিশ সুপার ধাপে ধাপে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র কম্পাউন্ড, ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, হেল্প ডেস্ক, সরকারি অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় তিনি পুলিশ তদন্ত কেন্দ্রে আগত সেবাপ্রত্যাশীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত কর্মকর্তা ও ফোর্সদের মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহীদ তিতুমীর সহ তদন্ত কেন্দ্রে কর্মরত পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স।