সুনামগঞ্জের জামালগঞ্জ, মধ্যনগর ও তাহিরপুর উপজেলার হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। রবিবার দিন ব্যাপী বিভিন্ন উপজেলার বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন।
মধ্যনগর উপজেলা গুরমার হাওরের বাঁধ পরিদর্শন, জামালগঞ্জ উপজেলা হালির হাওরের গনিয়ার বাঁধ পরিদর্শন, তাহিরপুর উপজেলা শনির হাওরের নান্টু খালি বাঁধ পরিদর্শন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বাঁধ পরিদর্শনের সময় এমপি রতন বলেন, সুনামগঞ্জের হাওরের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী আন্ততরিক। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় হাওরে বিভিন্ন উন্নয়ন হচ্ছে। তিনি আরও বলেন, প্রত্যক পিআইসি গণ বোর ফসল কর্তন শেষ না হওয়া পর্যন্ত নিধারিত বাঁধে রক্ষনাবেক্ষণ করতে হবে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, ইউপি সদস্য ইউসুুুফ মিয়া, দেবাশীষ তালুুকদার, জয়নাআবেদীন,মা
মানিক লাল দাস, মো. জালাল মিয়া, ইউপি সদস্য বেবী রানী তালুকদার, সবিতা রানী সরকার, হাফসা বেগম প্রমুখ।