কুড়িগ্রাম জেলার কয়েকটি উপজেলায় আজ (১০ এপ্রিল) রবিবার বিকালে ৮ থেকে ১০ মিনিটের মতো সময় ধরে এই শিলাবৃষ্টি হয়েছে। এই মুহুর্তে শিলাবৃষ্টিতে রবি শস্য সহ বোরো ধানের ব্যাপক ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন কৃষকরা। শিলাবৃষ্টিতে কৃষকদের শতাধিক হেক্টর ফসলি জমির ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ভাবে জানান স্থানীয়রা।
উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের কিছু কৃষকের সাথে কথা হয়, তারা জানায়, যে ধান ক্ষেতে ক্ষতি হয়েছে, এই বছরের প্রথম শিলাবৃষ্টি এবং একুটি করে শিলাপাথরে ওজন ৫০ থেকে ৮০ গ্রাম । আমরা খুব চিন্তায় আছি যে শিলাবৃষ্টি ফলে রবি শস্য সহ বোরো ধান ব্যাপক ক্ষতি হতে পারে।
এদিকে চিলামারী উপজেলার মতিয়ার ইসলাম নামের এক কৃষক জানান, তার জমিতে শুধু করলা এবং শশা আবাদ হয়েছিল একশ একর জমিতে। ইতিমধ্যে বিক্রিও শুরু হয়। কিন্তু হঠাৎ এই শিলাবৃষ্টিতে যেগুলো উঠানো হয়নি সেগুলো নষ্ট হওয়া আশংকা করা হচ্ছে।