শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

ভারশোঁ ইউপির চৌবাড়িয়া নতুন গরুর হাট উদ্বোধন করলেন চেয়ারম্যান সুমন

সারোয়ার হোসেন, তানোর (রাজশাহী) থে‌কে
  • আপডেট শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ১০১ দেখেছে

রাজশাহীর তানোরের সীমান্ত এলাকার ভাঁরশো ইউপির ঐতিহ্যবাহী চৌবাড়িয়া পুরাতন গরুর হাট ভেঙ্গে ভারশোঁ ইউপি সীমানায় নতুন গরুর হাট বসানো হয়েছে।

শুক্রবার (৮এপ্রিল) ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন এ নতুন গরুর হাটের শুভ উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু বাক্কার সিদ্দিক, বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক ও বৃহত্তর চৌবাড়িয়া হাটের ইজারাদার আবুল বাসার সুজন।

জানা গেছে, ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের দীর্ঘদিনের প্রচেষ্টায় ভাড়াকৃত জায়গার উপরে বসানো গরুর হাট ভেঙ্গে ভারশোঁ ইউপি পরিষদের ক্রয়কৃত নিজস্ব জায়গায় নতুন গরুর হাট বসাতে সক্ষম হয়েছে। ফলে দীর্ঘদিনের স্বপ্ন পুরোন হয়েছে ভারশোঁ ইউপি বাসীর। আর এই স্বপ্ন সারথি’র একমাত্র গর্বিত ব্যক্তি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন।

ভারশোঁ ইউপির দুই বারের সফল তরুণ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, মান্দা উপজেলার ভারশোঁ ইউপির মধ্যে চৌবাড়িয়া গরুর হাট হলেও তা বসতো তানোর মান্দা নিয়ামতপুরের তিন উপজেলা নিয়ে। এতে করে হাটে আশা গরু ব্যবসায়ীদের দূর্ভোগের শেষ থাকতো না। একেতো ভাড়া করা জায়গার উপরে বসতো গরুর হাট। তার মধ্যে জায়গাও খুব বড় ছিলো না। যার জন্য প্রতিনিয়ত হাটের আশেপাশে গাছ তলায় গরু বাঁধা ও পুকুরে গোসল করালেও দিতে হতো চ্যলাচামুন্ডাদের টাকা। টাকা না দিলে দেয়া হয়না গাছে গরু বাঁধতে ও পুকুরে গোসল করাতে।

এতে একপ্রকার বাধ্য হয়ে টাকা দিতে হয় গরু ব্যবসায়ীদের কে। অন্যদিকে ভাড়ার জায়গায় হাট হওয়ায় ব্যাপক হারে রাজস্ব হারাতে তো ভারশোঁ ইউনিয়ন পরিষদকে। কিন্তু এখন আর ভাড়া করা জায়গায় গরুর হাট বসবে না। দিতে হবে না কাউকে গাছে গরু বাঁধা ও পুকুরে গরু গোসল করানোর জন্য চাঁদার টাকা। এবার থেকে ভারশোঁ ইউপি পরিষদের নিজস্ব জায়গায় বসেছে নতুন গরুর হাট। এতে করে ভারশোঁ ইউপি বাসী সাধুবাদ জানিয়েছেন তরুণ দুই বারের সফল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!