ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়ন ১নংওয়ার্ডের ডাক্তার বাড়ির জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন আল হাবিবীর বিরুদ্ধে কয়েকটি অনলাইন পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। এ বিষয় শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন আল হাবিবী দক্ষিণ আইচা প্রেস ক্লাবে লিখিতভাবে সাংবাদিক সম্মেলন করেন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি চর মানিকা ইউনিয়ন ১নংওয়ার্ড ডাক্তার বাড়ি জামেমসজিদের ইমাম ও মাদ্রাসার পরিচালক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছি, এখন মসজিদ মাদ্রাসার জমি নিয়ে এলাকার দু গুরুপের মধ্যে বিরোধ, তাই আমাকে মসজিদ মাদ্রাসা থেকে সরিয়ে দেওয়ার জন্য পায়তারা করে।হঠাৎ মিথ্যা কথা বলে আমার বিরুদ্ধে কিছু অনলাইন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশিত হয়, আমি উক্ত নিউজের তীব্র নিন্দা জানাই।