রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউপি আওয়ামী যুবলীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮এপ্রিল) বিকেলে পাঁচন্দর ইউপির ধুবইল সাহাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভায় ইউপি যুবলীগের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বদিউজ্জামান নয়ন,জেলা যুবলীগের সহসভাপতি আ,ন,ম আরিফ রায়হান তপন,উপজেলা যুবলীগের সহসভাপতি পারভেজ মোশারফ,কাউন্সিলর নাহিদ হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।