সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৫০ বোতল ভারতীয় মদসহ মোঃ আব্দুস সামাদকে (৩৫) আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্র জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এস আই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রাম এলাকা হতে অভিযান চালিয়ে সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে ভারতীয় তৈরী ২৩ বোতল Mc Dowell’s No-1 এবং ২৭ বোতল Officer’s Choice মদসহ মোট ৫০ বোতলসহ মোঃ আব্দুস সামাদকে পুলিশ আটক করে।
এছাড়াও মাদক কারবারি একজন পালিয়ে যেতে সক্ষম হলেও তার নামে মামলা রুজু করা হয়েছে।
আটককৃত মোঃ আব্দুস সামাদ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান,এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পালাতক এক আসামির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। আটক আসামিকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।