ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ মোঃ মোঃ রহিম (৩৩) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার আইরগা পাড়া এলাকায় পিতা মৃত আবুল কালাম,মাতা- আচিয়া খাতুনের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানায় পুলিশ পরিদর্শক মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এসআই-মোঃ সোহেল কামাল ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় বৃহস্পতিবার (৭ এপ্রিল ) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে ইমাম মার্কেটের সামনে থেকে মোঃ রহিম (৩৩) এর দেহ তল্লাশি করে তাঁর হেফাজতে থাকা ৩ কেজি গাঁজা উদ্ধারসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃত আসামির বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।