শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

ডোমারে ভরদুপুরে ঘুমিয়ে সময় কাটান সহকারী স্টেশন মাস্টার

মোঃ সুমন ইসলাম প্রামানিক, ডোমার (নীলফামারী) থে‌কে
  • আপডেট সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ১২৮ দেখেছে

নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশনে দিনের বেলায় স্টেশন মাস্টারের কক্ষের টেবিলের উপর ঘুমিয়ে বিশ্রাম নেওয়ার অভিযোগ উঠেছে সহকারী স্টেশন মাস্টার মোসাদ্দেক আলীর বিরুদ্ধে। ট্রেনের টিকিট নিতে আসা অনেকেই তাকে ঘুমোতে দেখেন।

রবিবার (৩রা এপ্রিল) বিকাল ৩টার দিকে ডোমার রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোসাদ্দেক আলীকে টেবিলের উপর ঘুমাতে দেখেন অনেকে। এতে চারিদিকে শুরু হয়েছে সমালোচনার ঝড়। কেউ কেউ বলছেন, দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তিনি।

টিকেট নিতে আসা শফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যাক্তি জানান, বিকালে স্টেশনে এসে দেখি স্টেশন মাস্টারের কক্ষের টেবিলে উপর একজন ঘুমিয়ে আছে। স্টেশনের কাউকে খুঁজে পাইনি। হয়তোবা রাজশাহী গামী তিতুমীর এক্সপ্রেস ডোমার ছেড়ে চলে যাওয়ার পর বিশ্রাম নিয়েছেন তিনি। তবে এটি দায়িত্বজ্ঞানহীনতা।

ডোমার রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোসাদ্দেক আলী বলেন, ‘দুপুরে খাবারের পর বিশ্রাম নিয়েছিলাম।’ টেবিলের উপর ঘুমানো ঠিক করেছেন কিনা জানতে চাইলে, তিনি কোনোপ্রকার মন্তব্য করতে রাজি হন নাই।

এ বিষয়ে স্টেশন মাস্টার মাসুদ রানাকে স্টেশনে পাওয়া না গেলে, তার মোবাইল ফোনে বারবার কল করেও তাকে পাওয়া যায় নাই।

উল্লেখ্য, গত কয়েকদিন থেকে স্টেশনে টিকেট কালোবাজারি বন্ধ ও জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধনসহ বিভিন্ন ভাবে প্রতিবাদ করছে এলাকাবাসী। এতে শনিবার রাত সাড়ে ৮টায় ডোমার রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাছির উদ্দিনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শনে আসেন। এসময় স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িত সন্দেহে ডোমার রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী সিহাব হোসেনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া কালোবাজারি চক্রের ৬ জনের নামে মামলার প্রস্তুতিও নিচ্ছে কর্তৃপক্ষ বলেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!