৩০ মার্চ ২০২২ খ্রীঃ বাদ মাগরিব আই ই বি, কমিটি রুম, রমনা, ঢাকায়, ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর সন্মানিত সভাপতি – ক্যাপঃ (অবঃ) মোঃ জামিলুর রহমান খান, নির্বাহী সভাপতি -বীর মুক্তিযোদ্বা মোঃমাহফিজুর রহমান বাবুল,সমিতির উপদেষ্টা ফেরদৌসী রহমান কুসুম ওসমিতি র সহ সভাপতি এড. সায়িদুল করিম নসরত এর আশু রোগমুক্তি কামনা করে “ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা “মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির অন্যতম সহ-সভাপতি শিল্পপতি এ ডি এম সালাহ উদ্দিন হুমায়ুন এবং সভা পরিচালনা করেন সমিতির অতিরিক্ত মহাসচিব মোঃ হেলাল উদ্দিন। সভাপতি ক্যাপ্টেন (অব:) জামিলুর রহমান খান, নির্বাহী সভাপতি বীরমুক্তিযোদ্বা মাফিজুর রহমান বাবুল ,সমিতির অন্যতম উপদেষ্টা ফেরদৌসী রহমান কুসুম ও সমিতির সহ সভাপতি এড. সায়িদুল করিম নসরত এর সমিতিতে অবদানের কথা বক্তাগন বক্তব্যে উল্লেখ করে ও সকলের আশু রোগমুক্তি কামনা করে বক্তব্য রাখেন সর্ব জনাব সহ সভাপতি এ ডি এম সালাউদ্দিন হুমায়ুন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্বা আব্দুল কুদ্দুস খান, সহ সভা পতি আলহাজ্ব জহিরুল ইসলাম,সহ সভাপতি শামীম খান টিটো,অতিরিক্ত মহা সচিব মো: হেলাল উদ্দীন,অতিরিক্ত মহা সচিব হাবিবুর রহমান তালুকদার, মো: খলিলুর রহমান,এম এ মান্নান,সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী,আনোয়ার হোসেন,আ: সালাম, এস এম আকাশ,ছাত্রলীগ নেতা লতিফুল ইসলাম নিপুল, মো: আলতাফ হোসেন,মো: নাসির ধূমকেতু, মাহরুজ তালাল দাইয়ান,মো: খাইরুল, ইন্জি: সাদবিন রহমান আকাশ ও ফজর আলী প্রমূখ। দ্বিতীয় পর্বে মিলাদ অনুষ্ঠিত হয় ।মিলাদ পরিচালনা করে মৌ: আলহাজ্ব জহিরুল ইসলাম জহির।