শত বছরের গাছ কাটার অভিযোগ উঠেছে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বারুনিতলা গ্ৰামে। মান্নান নামের এক জন ব্যাক্তি তার নিজ ক্ষমতাবলে এই গাছ কাটছে এমনটা অভিযোগ উঠেছে।
এলাকাবাসী অভিযোগ জানায়, মান্নান এখন ঢাকার জনতা ব্যাংকের একটি শাখায় অফিস সহকারী হিসেবে কাজ করেন। বরুনিতলা বাজার সংলগ্ন নদী পারাপার ঘাটে তার জমির পাশে একটি শত বছরের পুরনো পাইকর গাছ আছে যা নদী পারাপার করা মানুষের বিশ্রাম নেওয়ার উপযুক্ত স্থান এবং গরমে শীতল বাতাস প্রদান করে। আর সেই গাছটি গত ৩০ মার্চ তার লোকজন নিয়ে কাটতে গেলে স্থানীয়রা বাঁধা দেয়। স্থানীয়রা মান্নানের কাছে গাছ কাটার অনুমতি কে দিয়েছে জানতে চাইলে তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসার মৌখিক ভাবে তাকে গাছ কাটার অনুমতি দিয়েছে। পরবর্তী আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়। এই বিষয়ে মান্নানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে হাজির গাছ কাটা বন্ধ করে দেয়।