নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শাখা বিএনপি’র উদ্যোগে প্রতীকি অনশন কর্মসুচি পালিত হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাসষ্ট্যান্ডের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন। উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল্লাহ-আল মামুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব দেলোয়ার হোসেন, যুবদলের আহবায়ক একেএম তাজুল ইসলাম ডালিম, সদস্য সচিব নজরুল ইসলাম দুলু, স্বেছাসেবক দলের সদস্য সচিব দেবাশিষ সরকার, ছাত্রদলের আহবায়ক ইবনে সাঈদ সুজন ও বিভিন্ন ইউনিয়নের নেত্রীবৃন্দ।