রাজশাহীর তানোরে নবনির্মিত ৩টি সার্বজনীন দূর্গামন্দিরের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সারাদেশের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের আওতায় নবনির্মিত উপজেলার কামারগাঁ ইউনিয়নের গাংহাটি সার্বজনীন দূর্গা মন্দির,দেউল দূর্গা মন্দির ও তানোর কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দিরের এ শুভ উদ্বোধন করা হয়। এসময় শ্রী বিমল চন্দ্র প্রামানিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,শ্রী তপন কুমার সেন,হেন্দুধর্মীয় ট্রাস্ট, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কামারগাঁ ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ,কচুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল দাস রঞ্জন,কামারগাঁ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী বিকাশ কুমার দাস প্রমূখ উপস্থিত ছিলেন।