‘সবাই মিলে ঐক্য গড়ি, সুখ-দুঃখ ভাগাভাগি করি’ কুড়িগ্রামের উলিপুরে দূর্গম চরাঞ্চলে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী(ত্রাণ) বিতরণ করেছেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
বৃহস্পতিবার(৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় আসন্ন রমজান উপলক্ষে পুলিশ সুপারের নিজস্ব উদ্যোগে উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীবেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের হকের চরে ২০০জন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে প্রতিজনকে চাল ৫কেজি, আটা ৪কেজি, চিনি ১ কেজি, ডাল ১কেজি, তেল ১কেজি করে বিতরণ করা হয়।
পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদাই অসহায় মানুষের পাশে আছে। চরাঞ্চলে জুয়া ও মাদকের প্রবনতা অনেকটাই বেশী, জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, কুড়িগ্রাম সদর সার্কেল জিয়াউর রহমান, ভূরুঙ্গামারী সার্কেল মোর্শেদুল আলম, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির, পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন, সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, এসআই মশিউর রহমান প্রমুখ।