ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী-স্বেচ্ছাসেবক-লীগের উদ্যোগে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০শে মার্চ বুধবার সকাল ১১টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুন্নাফ হোসেন বাবুর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী- স্বেচ্ছাসেবক রানীশংকৈল উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম,উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু,বিশেষ বক্তা ছিলেন জেলা সম্পাদক কামরুজ্জামান সুনাম,বিশেষ অতিথীর বক্তব্য রাখেন জেলা আ”লীগ সহ সভাপতি সাবেক এমপি সেলিনা জাহান লিটা, কেন্দ্রীয় কমিটির জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আলী আবরার,উপজেলা আ”লীগ সভাপতি সইদুল হক,মেয়র মোস্তাফিজুর রহমান,আরো বক্তব্য রাখেন জেলা আ”লীগ সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান আক্তারুল ইসলাম,জেলা আ”লীগ সাংগঠনিক সম্পাদক মাযহারুল ইসলাম সুজন,উপজেলা আ”লীগ সম্পাদক তাজউদ্দিন আহাম্মেদ,যুগ্ন সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব,পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,ধর্মগড় ইউনিয়ন আ”লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,বীর-মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এছাড়াও মহিলা আ”লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন,পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজিউর রহমান রাজু সহ স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন,উপজেলা ও জেলা নেতৃবৃন্দ,আ”লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা ,কাউন্সিলরগন এবং সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা ৷সম্মেলনে প্রথম পর্ব শেষ করার পর দ্বিতীয় পর্বে কমিটি গঠনের জন্য রানীশংকৈল ডিগ্রী কলেজে অনুষ্ঠান শুরু হয়৷ সভাপতি পদে প্রার্থী ছিলেন নওরোজ কাউসার কানন,সোহেল রানা,মুন্নাফ বাবু এটি এম কামাল উদ্দিন শান্তি,খাদেমুল ইসলাম, আশরাফুল আলম এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী আব্দুল্লাহ আল তারেক লিপু, আরথান আলী,আনিসুর রহমান আনসু, রাজিউর রহমান,রুবেল,রিপন,জাকারিয়া হাবিব ডন৷২য় পর্যায়ে গঠনতন্ত্র মোতাবেক কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল কিন্তু কমিটি গঠন করা সম্ভব হয়নি বলে জানা যায়৷