বুধবার রাতে, আর এম বি সি কল্যাণ সমিতি, এলিফ্যান্ট রোড ঢাকা এর জরুরী সাধারন সভা , সমিতির সভাপতি, বীরমুক্তি যোদ্বা মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) ইন্জি: মনিরুজ্জামান তকদীর এর সঞ্চালনায় ৭০/১ এলিফ্যান্ট রোডে অনুষ্ঠিত হয়। সভায় মহল্লার মূল ফটক তৈরী,এলাকার বিভিন্ন সমস্যা, মূল ফটকে অতিদ্রুত দাঁড়োয়ান নিয়োগ, অর্থ সংগ্রহ ও নির্বাহী কমিটি পূনর্গঠন এর বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মসিউর রহমান বাবুল,ইন্জি: এম এইচ খান টুটুল, জিয়াউর রহমান টুলু, ইয়াসমিন(মিসেস পল), রাজিব আহম্মেদ রুমেল, দুলু, শাহীন সাহেব,খসরু , আ: সাত্তার প্রমুখ। সভায় সর্বসম্মতি ক্রমে বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল কে পূনরায় সভাপতি , মসিউর রহমান বাবুল কে সহ সভাপতি, জিয়াউর রহমান টুলু কে সহ সভাপতি, ইন্জি: মনিরুজ্জামান তকদীর কে সাধারন সম্পাদক, রাজিব আহমেদ রুমেল কে যুগ্ম সাধারন সম্পাদক, ইন্জি: এম এইচ খান টুটুল কে অর্থ সম্পাদক ,আব্দুস সাত্তার কে সাংগঠনিক সম্পাদক,ইয়াসমিন কে মহিলা বিষয়ক সম্পাদক, মো: ইকবাল হোসেন কে ধর্ম বিষয়ক সম্পাদক ও দুলু কে প্রচার সম্পাদক করে ২৭(সাতাইশ) সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি( ২০২২-২০২৪) গঠন করাহয়।এসপি(অব:) নেওয়াজ সাহেব কে প্রধান করে , আ: হাই , শওকত কে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করাহয়।তাছাড়া ৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা ও প্রধান ফটক নির্মান কমিটি করা হয়।