“দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচাব বাঁচবে দেশ” এ স্লোগান নিয়ে ময়মনসিংহের ত্রিশালে দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ত্রিশাল সরকারি নজরুল একাডেমির হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারী নজরুল একাডেমির প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য খোরশিদুল আলম মজিব, আলমগীর কবির, মাহফুজা আখন্দ, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসেন প্রমূখ।
আলোচনা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের দুর্নীতি প্রতিরোধ শপথ বাক্য পাঠ করান ও বিভিন্ন কেটাগরীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।