“গাছ লাগাই, পরিবেশ ও জীবন বাঁচাই”এই শ্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ও গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ এবং পরিবেশের বিপর্যয় রোধে পরিবেশবান্ধব (ইকো ভিলেজ) গ্রাম গঠনের লক্ষ্যে বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।
বুধবার সকালে উপজেলার নিতাই ইউপি’র মুশরত পানিয়াল পুকুর গ্রামের ৫০টি সুবিধা ভোগী পরিবারের মাঝে পেঁপের চারা রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার আজিজার রহমান, কিশোরগঞ্জ এপি প্রোগ্রাম ম্যানেজার পিকিং চাম্বুগং, প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাস, সংরক্ষিত মহিলা সদস্য রুজিনা বেগম, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি প্রমুখ।