জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (৩০ মার্চ) সকালে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আটজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তারা হলেন জসিম (৩০), দেলোয়ার (৩০), মামুন (৪০), জয়নাল (৩২), সাফিয়া (৬৫), সাহেদ (১৬), সিরাজ (৩৫) ও রুবেল (৩৬)। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
আখাউড়া থানার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কর্মকার জানান, চাঁন্দপুর গ্রামের বাসিন্দা রুবেলের চাচার একটি জমি নিয়ে একই গ্রামের জহিরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরেই রুবেল ও জহিরের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের লোকজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।