আত্রাইয়ে আইজিএ ১৪-১৫ তম ব্যাচের ভাইভা অনুষ্ঠিত
ফরহাদ মিয়া রকি, আত্রাই (নওগাঁর) থেকে: নওগাঁর আত্রাইয়ে আইজিএ (১৪-১৫)তম ব্যাচে ভাইভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ মার্চ) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত প্রজেক্ট আইজিএ এর অসচ্ছল মহিলাদের বিউটিশিয়ান ও ফ্যাশান ডিজাইনের প্রশিক্ষণ কর্মশালার ভাইভা অনুষ্ঠিত হয়েছে। বিউটিশিয়ান প্রশিক্ষণ কর্মশালার জন্য ৭৭জন এবং ফ্যাশান ডিজাইনের জন্য ১৩৭ জনের ভাইভা নেওয়া হয়।ভাইভাতে ৫০ জন করে মোট দুই কর্মশালার ১০০জন সিলেক্ট করা হয়।
ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নওজেশআরা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ফ্যাশাইন ডিজাইন প্রশিক্ষক শাম্মী আক্তার এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দুলাল।