ছয় শতাধিক গৃহস্থালী পণ্যর বিপুল সম্ভার নিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রথমবারের মতো আরএফএল এর শো-রুম “রকমারী সুপার সপ”এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা সদর বাজারে আলোচনা সভা, দোয়া-মিলাদ শেষে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত প্রধান অতিথি থেকে “রকমারী সুপার সপ” এর শো-রুম উদ্বোধন করেন।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ফজলুল হক।
উদ্বোধন পূর্বক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, বাজার কমিটির সভাপতি ও গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, আরএফএল ডিজিএম সামসুজ্জামান নয়ন, শো-রুম সত্বাধিকারী ব্যবসায়ি মো. হান্নান মোল্লা। এসময় উপস্থিত ছিলেন বাজারের প্রবীণ ব্যবসায়ি খলিল সন্যামত, সফিকুল ইসলাম সকুলসহ অন্যান্য ব্যবসায়ি নেতৃবৃন্দ।
আরএফএল এক্সক্লুসিভ কনফিডেন্ট সুপার সপিং শো-রুমের সত্বাধিকারী মো. হান্নান মোল্লা জানান, পবিত্র রমজান মাস জুড়ে শতকরা ১০টাকা ছাড়ে পন্য বিক্রি করা হবে। গৃহস্থলী কাজের সকল পন্য পাইকারী ও খুচরা বিক্রি করা হবে বলেও জানান তিনি।