আগৈলঝাড়ায় কৈশোর কালীন স্বাস্থ্য সেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় অরিয়েন্টেশন অব গেইট কিপার এ্যাডোলসেন্ট হেলথ প্রোগ্রাম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে তার সভাপতিত্বে আঞ্চলিক প্রশিক্ষণ হলরুমে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক, ইমাম, চিকিৎসককসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপি কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ডা. আলামিন হোসেন, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. মিজানুর রহমান। অংশগ্রহনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, সাংবাদিক সরদার হারুন রানা, তপন বসু, ইউপি সদস্য মামুন পাইক, জেসমিন আক্তার, রোজিনা বেগম, সিনিয়র নার্স মৃদুলা কর ও মসজিদের ইমাম রেদওয়ান প্রমুখ।
সভায় কৈশোর, বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, কৈশোরকালীন অপুষ্টি, বাল্যবিবাহ, কিশোরীদের নিরাপদ মাতৃত্ব, কিশোরীদের গর্ভরোধে পরিবার পরিকল্পনা গ্রহনে করণীয় বিষয়ে মাঠ পর্যায়ে কিছু শুপারিশমালা উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।