নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাউল্লা পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আক্তারুজ্জামান মৃত্যুবরন করেছেন। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৮ টার সময় রাজশাহী ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম।
পরে বিকেলে তার নিজ গ্ৰামে ৪ টার ৩০ মিনিটে তাকে আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের মাধ্যমে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা মোঃ মকছেদ আলী, খালেকুজ্জামান বুলু, আজিজার রহমান, মোজাহার হোসেন, মালেক মোল্লা, আব্দুল মান্নান, ছামাদ, চাঁন মায়া, মজিবুর রহমান, আনিছুর রহমান বুলু, মোফাজ্জল, মোঃ ওমর ফারুক সুমন প্রমুখ।