ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে ইট পড়ে স্কুলছাত্রীসহ তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন : শহরের শেরপুর এলাকার নাজিয়া করিম (৩৫) ও তার মেয়ে স্কুলছাত্রী আয়েশা আঞ্জুম (৭) এবং মুন্সেফ পাড়ার নয়নতারা (৩২)। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত নাজিয়া করিম জানান, তার মেয়ে আয়েশা মুন্সেফপাড়ার ক্রিসেন্ট কিন্ডারগার্টেনে পড়ে। তারা কয়েকজন স্কুলের আঙিনায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় স্কুলের পাশে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ওপর থেকে কয়েকটি ইট তাদের তিনজনের ওপরে পড়ে। এতে তারা আহত হলে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার বলেন, ভবনটির নির্মাণ শুরুর পর থেকেই আমরা মালিক পক্ষকে বলে আসছি নিরাপত্তা বেস্টনি ঠিক করে দেয়ার জন্য। কিন্তু তারা আমাদের কথা আমলে নেয়নি। ফলে আজকে এই ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।