সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়নে বয়স্ক/বিধবা ভাতা কার্ড উপকার ভোগিদের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ বলেন, আমার সংসদীয় আসনে ” একটি মানুষও না খেয়ে থাকবে না, একটি মানুষও চিকিৎসার অভাবে মারা যাবে না “।
বৃহস্পতিবার (২৪ মার্চ) ঘুড়কা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমানের সভাপতিত্বে উপকার ভোগীদের মাঝে ভাতা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ-তাড়াশ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
ঘুড়কা ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় ভাতা কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আঃলীগের সভাপতি আলহাজ্ব গফুর রায়হান, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইলিয়াস হাসান শেখ, সাবেক সলঙ্গা থানা আঃলীগের সহ-সভাপতি আসাদ উদ দৌলা আসাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন কুমার, সলঙ্গা থানা আঃলীগের সদস্য আতাউর রহমান, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিংকন সরকার, ইউপি সচিব মিজানুর রহমান মিজান সহ সলঙ্গা থানা, ইউনিয়ন ও ওয়ার্ড আঃলীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীবৃন্দ, ইউপি সদস্য ও সদস্যা বৃন্দ।
আলোচনা সভা শেষ ঘুড়কা ইউনিয়নের ৭৩৫ জন কে বয়স্ক ভাতার কার্ড ও ৬১২ জনকে বিধবা ভাতার কার্ড বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ ও অন্যান্য অতিথি বৃন্দ।