কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে বেপরোয়া ভাবে অটোরিকশার ধাক্কায় ফাহিম ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের আড়াজি পাইকডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম এর বয়স ৪ বছর। ওই গ্রামের আল আমিন হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক দুপুর দেড়টার দিকে বাবুর হাট থেকে ছেড়ে আসা দ্রুত গতি সম্পন্ন একটি অটোরিকশা রাস্তা পারাপারের সময় শিশু ফাহিমকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।