রোববার (২০ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নগরীর বোর্ড বাজার পূর্ব কলমেশ্বর এলাকার মোঃ নাছিরের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘাতক স্বামীর নাম মফিজ (৬০)। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইদুলপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন রিক্সাচালক। তিনি ঢাকার মহাখালী এলাকায় রিক্সা চালিয়ে সংসার চালাতেন । তার স্ত্রী রহিমা (৩৮) ও ছেলে রোকন (১৭) কে হত্যার পর মফিজ পলাতক রয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, বিভিন্ন সময় সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হতো মফিজ-রহিমা দম্পতির। মফিজ প্রায়ই রহিমাকে মারধর করতো।
রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসে মফিজ। সবাই ঘুমিয়ে গেলে রাত ১টার দিকে মফিজ স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে বড় ছেলে রোকন (১৭) ঘুম থেকে জেগে গেলে তাকেও কুপিয়ে হত্যা করে। এ সময় চিৎকারের শব্দে আশপাশ থেকে লোকজন আসায় মফিজ পালিয়ে যায়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক মফিজকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।