করোনায় আক্রান্ত হওয়ার পরপরই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে ১০ দিন থাকার পর করোনা নিয়েই বাড়ি ফিরলেন ভারতের টেলিভিশন অভিনেত্রী মোহেনা কুমারী।
১০ দিন হাসপাতালে থাকার পর অবশেষে বাড়ি ফরিলেন মোহেনা। তবে করোনাকে বিদায় জানিয়ে নয়। কোভিড ১৯-কে সঙ্গে নিয়েই বাড়িতে ফেরেন অভিনেত্রী।
তিনি জানান, করোনার রিপোর্ট এখনও তাঁর নেগেটিভ আসেনি। পজিটিভ থাকাকালীনই বাড়িতে ফিরেছেন তিনি। তবে তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। বাড়িতে ফিরে পুরো আইসোলেশনে রয়েছেন। সাবাধানে রয়েছেন, যাতে অন্য কারও সংস্পর্শে না আসেন। শিগিগরই এই রোগের কবল থেকে মুক্ত হতে পারবেন বলেও আশা প্রকাশ করেন মোহেনা কুমারী।
উল্লেখ্য, মোহেনা-সহ তাঁর শ্বশুর, শাশুড়ি এবং পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত হন।