জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের কর্ম পরিবেশ নিয়ে অসন্তোষ জানিয়ে পদত্যাগ করা প্রভোস্ট সিরাজাম মনিরা ও হাউজ টিউটর ফারজানা খানম, আফরোজা ইসলাম লিপি, মোঃ আরিফ আহাম্মেদ, রাশেদুর রহমান’রা পুনরায় তাদের স্বপদে যোগদান করেছেন।
হল প্রশাসন নিয়ে বিদ্যমান সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর- বিশ^বিদ্যালয় পরিচালনার দায়িত্ব নিয়েই পদত্যাগকৃত প্রভোস্ট ও হাউজ টিউটরবৃন্দ, শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতৃবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে পৃথক পৃথক আলোচনার মধ্যদিয়ে বিদ্যমান সংকট নিরসন করেন। উপাচার্যের হস্তক্ষেপে খুব দ্রুততার সাথে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরে আসায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।