তৃতীয় ধাপে অনুষ্ঠিত ময়মনসিংহের ত্রিশালে ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৬টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি ৫টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন এবং একটি ইউনিয়নের ফলাফল স্থাগিত রাখা হয়েছে।
উপজেলার ধানীখোলা ইউনিয়ন থেকে নৌকা প্রতিক নিয়ে ১৩ হাজার ৯ শত ৪২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মামুনুর রশিদ, বৈলর ইউনিয়ন থেকে মোটর সাইকেল প্রতিক নিয়ে ১০ হাজার ৮ শত ৭২ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মশিহুর রহমান, কাঁঠাল ইউনিয়ন থেকে আনারস প্রতিক নিয়ে ৮ হাজার ১ শত ৯৪ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, কানিহারী ইউনিয়ন থেকে নৌকা প্রতিক নিয়ে ৮ হাজার ৬ শত ১৫ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শহিদ উল্লাহ মন্ডল, রামপুর ইউনিয়নের ফলাফল স্থগিত রাখা হয়েছে, ত্রিশাল ইউনিয়ন থেকে নৌকা প্রতিক নিয়ে ৬ হাজার ৯ শত ৭৭ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসাইন, হরিরামপুর ইউনিয়ন থেকে চশমা প্রতিক নিয়ে ৭ হাজার ৩ শত ৭২ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ, সাখুয়া ইউনিয়ন থেকে নৌকা প্রতিক নিয়ে ৯ হাজার ৭ শত ৬৬ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু নোমান মোঃ আব্দুল আজিজ, বালিপাড়া ইউনিয়ন থেকে নৌকা প্রতিক নিয়ে ১০ হাজার ৯ শত ৬৪ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ বাদল, মঠবাড়ী ইউনিয়ন থেকে আনারস প্রতিক নিয়ে ৭ হাজার ৪৮ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল কদ্দুস মন্ডল, মোক্ষপুর ইউনিয়ন থেকে আনারস প্রতিক নিয়ে ৫ হাজার ২শত ২০ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ শামছুদ্দিন, আমিরাবাড়ী ইউনিয়ন থেকে নৌকা প্রতিক নিয়ে ৬ হাজার ৮ শত ১১ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ হাবিবুর রহমান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফারুক মিয়া বলেন, ১২টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপরের মাধ্যমে ভোটগ্রহণ হয়। ৬ টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি ৫টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন এবং একটি ইউনিয়নের ফলাফল স্থগিত রাখা হয়েছে।