আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৮নং সাখুয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু নোমান মোঃ আব্দুল আজিজের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ নভেম্বর) বিকালে আখরাইল বালির বাজার উচ্চবিদ্যালয় মাঠে সাখুয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল নির্বাচনী সমাবেশ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নৌকার প্রার্থী আবু নোমান মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক এডভোকেট জিয়াউল হক সবুজ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম মন্ডল, পৌর আওয়ামীলীগ সাবেক যুগ্ম আহবায়ক মোকছেদুল মৃধা, পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক যুগ্ম আহবায়ক শাহজাহান কবির, উপজেলা যুবলীগ সাবেক প্রচার সম্পাদক শফিকুল ইসলাম সজল, উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি শফিউল্লাহ মোস্তফা মনির, পৌর ছাত্রলীগ সভাপতি মনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহফুজুর রহমান আশিক, উপজেলা তাতীলীগরে যুগ্ম আহবায়ক রেজাউল করীম রাসেল, উপজেলা শ্রমিক লীগের সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাখুয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমীন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা সোহেল আহমেদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।