আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৭নং হরিরামপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজবাহুল আলম চাঁন মিয়ার বিজয় নিশ্চত করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী সমাবেশ করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) বিকালে হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল নির্বাচনী সমাবেশ করা হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন হরিরামপুর ইউনিয়নের নৌকা মনোনীত প্রার্থী মেজবাহুল আলম চাঁন মিয়া।
উক্ত নির্বাচনী সমাবেশে বঙ্গবন্ধু পরিষদ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম মন্ডল, ত্রিশাল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন, ত্রিশাল পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোকছেদুল আমীন মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির সরকার, ত্রিশাল উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক শিরিন ইসলাম চায়না, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন প্রমুখ।