ময়মনসিংহের ত্রিশালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকালে নবদূত ক্রীড়াচক্রের উদ্যোগে ঐতিহ্যবাহী নরজরুল একাডেমী মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২১ এর উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
ত্রিশাল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোখছেদুল আমীন মৃধা, ত্রিশাল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কিবরিয়া মাস্টার, ক্রীড়াবিদ মশিউর রহমান দীপক, ত্রিশাল পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবি ছিদ্দিক শাজাহান প্রমুখ।