আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৯নং বালিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে বালিপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বালিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী গোলাম মোহাম্মদ বাদলের বিজয় সুনিশ্চিত করার লক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় বালিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোহাম্মদ বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শহিদুল্লাহ শহিদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য এম এ বাতেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোজাম্মেল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বাবু শঙ্কর চন্দ্র কুমার দে, ইউনিয়ন আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক মকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রুহুল আমীন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমাম হোসেন সাজু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহাদাত উল্লাহ্ আদনান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজাউর রহমান পরাগ প্রমুখ।