শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

আর এম বি সি কল্যাণ সমিতি, এলিফ্যান্ট রোড, ঢাকা,র সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ নেতা সদ্য প্রয়াত সাইদুল ইসলাম খান পল স্বরণে আলোচনা, মিলাদ ও দোয়া

রা‌কিবুল হাসান ফরহাদ
  • আপডেট রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭০ দেখেছে

আর এম বি সি কল্যাণ সমিতি ঢাকা,র সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা সদ্য প্রয়াত আলহাজ্ব সাইদুল ইসলাম খান পল স্বরণে আলোচনা,মিলাদ ও দোয়া মাহফিল ইন্জি: ওয়াহিদুর রহমান খান লোটন এর পরিচালনায়, সমিতি র সভাপতি বীরমুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ই সেপ্টেম্বর) বাদ আসর, ৭০/১ এলিফ্যান্ট রোড,ঢাকায় আর এম বি সি কল্যাণ সমিতি ঢাকা,র আয়োজনে করোনার কারণে যথাযথ স্বাস্থ্য বিধি নিশ্চিত করে এই আলোচনা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রয়াত আলহাজ্ব সাইদুল ইসলাম খান পলকে স্বরণ করে আর এম বি সি কল্যান সমিতি এলিফ্যান্ট রোড ঢাকা এর সভাপতি,জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি, র সহ-সাধারন সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল বলেন, আর এম বি সি কল্যাণ সমিতির
সকল সদস্যরাই প্রয়াত আলহাজ্ব সাইদুল ইসলাম খান পলকে অত্যন্ত ভালবাসতেন,সম্মান করতেন,তার ভালো দিক সম্পর্কে জানতেন। তিনিও সকলকে বেশ মুল্যায়ন করে সম্মানের সহিত কথা বলতেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি সব সময় আন্দোলন সংগ্রাম করেছেন।মহল্লার উন্নয়নে ও বিপদে আপদে তিনি ঝাপিয়ে পড়তেন।আলহাজ্ব সাইদুল ইসলাম খান পল সাহেবের কাছে সবাই ছিলেন সমান, সমাজের অবহেলিত দুঃস্থ অসহায় মানুষের কথা তিনি খুব মনোযোগ দিয়ে শুনতেন এবং অসহায় মানুষের কল্যাণে সর্বদাই পাশে থাকতেন।আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।প্রয়াত পল সাহেবের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন সমিতির নেতৃবৃন্দের মাঝে এইচ এম খান টুটুল,ইন্জি:মনিরুজ্জামান তকদীর, প্রফেসর সিদ্দিকুর রহমান, মশিউর রহমান বাবুল,মো: জিয়াউর রহমান টুলু, নিজাম হুসেন হুরু, ডা: এস এম ইব্রাহিম, আলহাজ্ব আব্দুস সাত্তার, জনাবা ইয়াসমিন খান, হুমায়রা ফারজানা,বীর মুক্তিযোদ্বা আব্দুল কুদ্দুস খান,জুলফিকার মজুমদার দুলু প্রমূখ। উপস্হিত ছিলেন সর্বজনাব আমিরুল ইসলাম সেলিম,সমীর কুমার, সাইফুদ্দীন মনি, মো: হেলাল উদ্দীন, লতিফুল ইসলাম নিপুল, তিমি আক্তার, চার্লি তালুকদার, রাকিব মনসুর,আদনান শাহরিয়ার নাজিন,তৌফিকুল ইসলাম বাবু, মাহরুজ তালাল দাইয়ান, ফজর আলী, সহস্র খান, শতক খান,আশিকুল ইসলাম সুজন, রাকিব হুসাইন, ফাহমিদুল ইসলাম প্রমিত,কবির বকাউল, ইসমাইল হুসেন, আল আমিন, আসমাউল হুসেন আলহাজ,ফরিদুল ইসলাম, শহীদুল ইসলাম, শোকন আহমেদ, আব্দুল আজিজ, আবরার আজম ফারহান, মোতালিব হুসেন অপু , আব্দুল আজিজ, সাদ্দাম হুসেন আরিফ ,আলমাস ও আরো অনেকে।
পরে মরহুমের স্বরণে মিলাদ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মৌলানা শাহীন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!