শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালনে ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা

রা‌কিবুল হাসান ফরহাদ
  • আপডেট মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৬৩ দেখেছে

সোমবার (২৩ আগস্ট), রাতে ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা (রেজি:- নং- ঢ -০৮-৩৭৭) এর এক ভার্চুয়াল সভা সমিতির নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও মহাসচিব সুপা: ইন্জি:আব্দুর রাজ্জাক এর উপস্হাপনায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্হিত সকলের সম্মতিক্রমে ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর সম্মানিত সদস্য গনের নিকট থেকে করোনায় ক্ষতিগ্রস্হদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরনের লক্ষে প্রায় ০২(দুই) লাখ টাকা সংগ্রহের প্রতিশ্রুতি গৃহীত হয়। পূর্বে গঠিত সুরক্ষা টীম, নির্বাহী সভাপতি জ্বনাব মাহফিজুর রহমান বাবুলের সাথে যোগাযোগ করে প্রতিশ্রুত টাকা সংগ্রহ করবেন। এবং আগামী শুক্রবার সুরক্ষা সামগ্রী বিতরনের সকল ব্যবস্হা গ্রহন করবেন।উক্ত টীমের আহ্বায়ক হিসেবে কাজ করবেন ট্যাক্স বিভাগের ডি সি আলহ্বাজ মাওলানা মো: জহিরুল ইসলাম জহির। অন্যান্য সদস্যগন হলেন, ইন্জি: আবু মো: সায়েম,মো: মিজানুর রহমান মিজান,এম এ মান্নান, ইন্জি:ইলিয়াস লিটন। সার্বিক ব্যবস্হাপনায় কাজ করবেন নি: সভাপতি,বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুল ও মহা সচিব সুপা: ইন্জি: মো: আব্দুর রাজ্জাক। সভার দ্বিতীয় পর্বে ,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ও সমিতির অতিরিক্ত মহা সচিব জ্বনাব হেলাল উদ্দীনে র সদ্য প্রয়াত মাতা জমিলা খাতুন(৮৬) এর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জ্বনাব মাহফিজুর রহমান বাবুল।সমিতির সভাপতি সাবেক যুগ্ম সচিব ক্যাপ্টেন(অব:)জামিলুর রহমান খাঁন উপস্হিত না থাকায়, মাহফিজুর রহমান বাবুল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহা সচিব জ্বনাব ইন্জি: আব্দুর রাজ্জাক।সভায় সমিতি র নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন, সমিতির সিনিয়র সভাপতি, গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান ড. অধ্যাপক সাইফুল মজিদ,বীরমুক্তিযোদ্বা মো: আব্দুল কুদ্দুস খাঁন, সহ সভাপতি,আতিকুজ্জামান খাঁন সহ সভা পতি,ময়মনসিংহ জিলা সমিতি ঢাকা এর সভাপতি,শিল্পপতি সালাউদ্দীন হুমায়ুন, অধ্যাপক আকবর সিরাজী, শিল্প পতি মামুনুর রশীদ,অতি: মহা সচিব হাবিবুর রহমান তালুকদার, ড. নাজলীন জাহান পপি,ইন্জি: ইশরাফ হোসেন,প্রফে: ডা: মোস্তাফিজুর রহমান আকাশ,এড. খলিলুর রহমান,কবি লিলি হক, রীনা পন্ডিত,মো:কুদরত আলী,মন্জুরুল হক,ডা: এম আর ভূয়া,নাজমুর রহমান তালুকদার,এড.সায়িদুল করিম খান নসরত,ইন্জি: রাশেদ আহমেদ,হিমালয় গ্রুপে র চেয়ারম্যান, জ্নাব মিজানুর রহমান মিজান, ছাত্র নেতা,লতিফুল ইসলাম নিপুল,কামরুজ্জামান মামুন, মাওলানা আজিজুর রহমান, মো: আব্দুল জলিল,মো: নাসির ধূমকেতু,তৌফিকুল ইসলাম বাবুল,ড.এড. আওরঙ্গ জেব বেলাল,এড.সৈয়দ সারোয়ার,এড. রুহুল আমিন,মাহরুজ তালাল দাইয়ান,মো: আনোয়ার হোসেন, নাজিন,সারওয়ার মো: আলম,সাইঁফুদ্দীন করিম মুন্না,মো: সোলায়মান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!