২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করেছে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ ৷
শনিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জিয়াউল হক সবুজের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, আওয়ামীলীগ নেতা আব্দুল মোতালেব, কানীহারি ইউপি চেয়ারম্যান আশরাফ আলী উজ্জল, হরিরামপুর ইউপি চেয়ারম্যান আবু ছাঈদ, মোক্ষপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম, ত্রিশাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক, ধানীখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন মুর্শেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।