জাতীয় তরুণ পার্টির সমন্বয়কারী রুমীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলা জাতীয় তরুণ পার্টির নেতৃবৃন্দ।
ময়মনসিংহ বিভাগীয় জাতীয় তরুণ পার্টি সমন্বয়কারী
শহীদ আমিনী রুমীকে সুন্দর মহলে র পাশে উনার বাসভবনের”ময়মনসিংহ সদর উপজেলার জাতীয় তরুণ পার্টির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছে,
ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় তরুণ পার্টি আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক,ও সদস্য সচিব নেতা মাসুদ রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাবুর রহমান, যুগ্ন আহবায়ক রুবেল আলি, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন খোকনসহ তরুণ পার্টির সকল নেতৃবৃন্দ।
ফুলেল শুভেচ্ছা গ্রহন কালে জাপা কেন্দ্রীয় কমিটি র নির্বাহী সদস্য শহীদ আমিনী রুমি বলেন, ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় তরুন পার্টি র নেতা গন সকলেই সুশিক্ষিত, ভদ্র , কর্মঠ এবং পার্টির জন্য নিবেদিত প্রান।