প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ত্রিশাল মিনি পিকআপ মালিক কল্যাণ সমিতি- ময়মনসিংহ জেলা অন্তর্ভুক্ত এর সাবেক সভাপতি, ময়মনসিংহ জেলা মটরজান কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-৪৬৯- ৩৮ বড় বাজার) ত্রিশাল উপজেলা শাখার ২বারের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম ত্রিশাল উপজেলাবাসী সহ দেশবাসী, প্রবাসী, সারাবিশ্বের সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
করোনাভাইরাসের মাঝে আমাদের কাছে এসে উপস্থিত মহা খুশীর দিন। প্রাণঘাতী করোনা সরে নতুন প্রাণের সঞ্চার হোক দিগন্তজুড়ে।
মহান আল্লাহর নিকট কোরবানি কবুল হওয়ার জন্য শুদ্ধ নিয়ত ও উপার্জন থাকা আবশ্যক। পাশাপাশি সকলেই সরকার নির্ধারিত স্থানে কোরবানি দেওয়া ও কোরবানির বর্জ্য অপসারণসহ পশু ক্রয় থেকে শুরু করে প্রতিটি কার্যক্রম করোনাকালে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে করতে সচেষ্ট থাকবেন বলে আমি আশা রাখি। পবিত্র ঈদুল আজহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ-মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।