বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।
এ লক্ষে বুধবার (২৩ জুন) ত্রিশাল উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক শহিদুল ইসলাম সুমন ও সদস্য সচিব সোহেল রানার নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে ৭২টি বণজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়। পরে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা হয়। এ সময় সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ত্রিশাল উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব সোহেল রানা বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়েই কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। মনে রাখতে হবে আমাদের সুস্থ থাকতে হলে অক্সিজেন প্রয়োজন, তাই প্রত্যেককে কমপক্ষে ৩টি করে গাছের চারা রোপণ করার আহ্বান জানান।