শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

ত্রিশা‌লে গাছ কাটা নি‌য়ে হামলায় গুরুতর আহত ৮

ত্রিশাল (ময়মন‌সিংহ) সংবাদদাতা :
  • আপডেট রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩৬১ দেখেছে

ময়মন‌সিং‌হের ত্রিশালের জমি নি‌য়ে পূর্ব শত্রুতার জের ধরে অসহায় প‌রিবা‌রের উপর হামলা চা‌লি‌য়ে আট জন‌কে গুরুতর আহত করা হ‌য়ে‌ছে।

স্থানী ও অ‌ভি‌যোগ সূ‌ত্রে জানা যায়, ধানীখোলা ভাটি দাসপাড়ায় রুস্তম আলী মন্ড‌লের ছে‌লে‌দের সা‌থে ও ‌মোফাজ্জল হো‌সেনের ম‌ধ্যে (১৩০৩২ ও ৩০৩৮ পুরাতন দাগ) জ‌মি নি‌য়ে দীর্ঘদিন যাবৎ বি‌রোধ চ‌লছিল। গত ঈ‌দের দ্বিতীয় দিন হঠাৎ ক‌রে মোফাজ্জল হো‌সেনের ‌ছে‌লে শামীম মিয়া আদালতের নি‌র্দেশ উপেক্ষা উক্ত জ‌মির উপর বিদ‌্যমান দু‌টি গাছ কা‌টে। এ‌তে রুস্তম আলী মন্ড‌লের ছে‌লে‌রা বাধা দি‌লে তা‌দের উপর চড়াও হ‌য়ে দলবদ্ধ ভা‌বে স্বপ‌রিবা‌রের উপর বর্বর হামলা চালায়। হামলায় আহত হয় মোহাম্মদ আলীর স্ত্রী মা‌জেদা খাতুন (৬০), মৃত রুস্তম আলীর ছে‌লে আব্দুল মান্নান (৫৮), মোনতাজ আলী (৫৫), আব্দুস ছালাম (৫০), আব্দুল মান্না‌নের স্ত্রী শাহনাজ বেগম (৪৫), আব্দুল মান্না‌নের ছে‌লে খোকা মিয়া (৩৫), খোকা মিয়ার স্ত্রী তাস‌লিমা বেগম (২৩), মোনতাজ আলীর ছে‌লে সো‌হেল মিয়া (৩২)। এ ঘটনায় সো‌হেল মিয়া বাদী হ‌য়ে ৮জনের নাম উ‌ল্লেখ ক‌রে ৫জন‌কে অজ্ঞাত আসামী ক‌রে ত্রিশাল থানায় এক‌টি মামলা ক‌রেন। ত্রিশাল থানা মামলা নং-২৪১৩(৯)/৩।

মোফাজ্জল হো‌সেন ও তারপ‌রিবা‌রের সা‌থে এ বিষ‌য়ে জান‌তে চাই‌লে এ বিষ‌য়ে কথা বল‌তে অসীকৃ‌তি জানান।

ত্রিশাল থানার অ‌ফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হ‌য়ে‌ছে। বিষয়‌টি তদন্তপূর্বক নথিভুক্ত করা হয়েছে প্রচলিত আইন অনুযায়ী পদক্ষেপ নেবে বলে যানায়।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!