ময়মনসিংহের ত্রিশালে উপজেলা ছাত্রলীগ নেতা আবু জাফর শাহীদ মৃধার নেতৃত্বে মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ মে) করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও জনসাধরণকে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী উপজেলা ছাত্রলীগ নেতা আবু জাফর শাহীদ মৃধার উদ্যোগে ত্রিশাল বাসট্যান্ড এলাকায় ও কলেজ মার্কেট এলাকায় মাস্ক বিতরণ করা হয়।
ছাত্রলীগ নেতা আবু জাফর শাহীদ মৃধা বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা ত্রিশাল উপজেলা ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি তরুণ প্রজন্মের প্রতিনিধি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনা অনুযায়ী করোনা ক্রান্তিকালে জনগণের স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে মানুষের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছি। মানুষকে মাস্ক সঠিকভাবে পরানোসহ করোনাভাইরাস সম্পর্কে সতর্কতা থাকার জন্যে আহ্বান করেছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ফরহাদ, শান্ত, রাকিব, কাদির প্রমুখ।