করোনা দেখে আমি ভীতু নই,
আল্লাহ তোমার ভয়ে সর্বদা নত হই।
জীবন, মরণ তোমার হাতে,
সর্বদা রেখো তোমার রহমতে।
পেলে তোমার রহমত ভালোবাসা,
ধন্য হবে জীবন, ধন্য পৃথিবীতে আসা।
তোমার ভালোবাসা থাকলে প্রভু,
হাজারো ডেঙ্গু,করোনাকে ভয় পাইনা কভু।
যেদিন দিবে আমার মরণ,
কবর করে দিও আমার আপন।
তোমার আরশের ছায়াতলে,
ঠাঁই দিওগো কেয়ামত কালে।
জান্নাতুল ফিরদউস করিও দান,
তোমায় ভালোবেসেই যায় যেন প্রাণ।
লেখক :- কবি সাদিয়া সুলতানা নীলু