ঝিরিঝিরি বাতাসে ফুলের গন্ধ ভাসছে,
চাঁদ মেঘে লুকোচুরি খেলছে।
দু’একটি তারকা মিটিমিটি জ্বলছে,
জলধির তরঙ্গ একান্তে দুলছে।
অনুপম মাধুর্যে সর্বত্র মুখরিত,
নিমগ্ন চেতনে মন সৌরভযুক্ত।
অচেনা অস্তরঙ্গের অভিপ্রায়,
কখন আসবে প্রতীক্ষায়।
প্রতিটি প্রহর একাকী শূন্য শূন্য,
অচেনা অস্তরঙ্গ শুধু তোমার জন্য।
লেখক :- কবি সাদিয়া সুলতানা নীলু