ময়মনসিংহের ত্রিশালে সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ত্রিশাল থানা চত্বরে হিন্দুধর্মীয় নেতাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায়, ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ আমিন সরকার, সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ গোলাম ইয়াহিয়া, ত্রিশাল পূজা উদযাপন কমিটির সভাপতি শঙ্কর রায়, সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র সূত্রধর।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সর্তক রয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন কমিটির মাধ্যমে জরুরী মুহূর্তে জেনারেটর রাখা, স্বেচ্ছাসেবক বাহিনী গঠন, নারী-পুরুষ আলাদা লাইনে প্রবেশ ও বাহিরের ব্যবস্থা করা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আযান ও নামাযের সময় মাইক বন্ধ রাখা, সম্ভব হলে সিসিটিভি স্থাপন করা, প্রতিটি মন্ডপে আগুন নিয়ন্ত্রক সিলিন্ডার রাখাসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ভুট্টো, কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা সরকার, ত্রিশাল থানার সেকেন্ড অফিসার (এসআই) বিকাশ চন্দ্র সরকার, সিনিয়র সাংবাদিক এস.এম ফজলে রশিদ, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলম মুজিব, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাখাল দাস, সাধারণ সম্পাদক গণেশ সরকার প্রমুখ।
উল্লেখ্য, এবারে ত্রিশাল উপজেলায় ৭১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।