ময়মনসিংহের ত্রিশালে হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর বাজার মসজিদ পাকা করন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ১৪ সেপ্টেম্বর মসজিদ পাকা করন কাজের উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনের এমপি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।
এসময় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম শুভা মিয়া আকন্দ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোকছেদুল আমীন মৃধা, নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি আব্দুল মোতালেব, হরিরামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু সাইদ, উপজেলা উপ- সহকারী প্রকৌশলী মোঃ শওকত হোসেন,আওয়ামী লীগ নেতা কিবরিয়া মাষ্টার সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।